Connecting You with the Truth

কোয়ার্টার ফাইনাল জোকোভিচ, মারে এবং সেরেনার জয়

s-3
স্পোর্টস ডেস্ক:
বছরের শেষ র্গ্যান্ড ¯¬াম ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। এছাড়া কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস। সার্বিয়ান তারকা জোকোভিচ চতুর্থ রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন জার্মানির ফিলিপকে। ৬-১, ৭-৫, ৬-৪ সেটে ফিলিপকে হারিয়েছেন জকোভিচ। এদিকে ফরাসি তারকা জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে জয় পেয়েছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। ৭-৫,৭-৫,৬-৪ সেটে সরাসরি হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেছেন মারে। অন্যদিকে নারীদের এককে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে এস্তোনিয়ার কাইয়া কানেপিকে ৬-৩, ৬-৩ সেটে সরাসরি সেটে হারিয়েছেন সেরেনা।

Comments
Loading...