ক্যাটরিনাকে বিয়ে করতে প্রস্তুত নন রণবীর!
বলিউড পাড়ায় রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে এখন বহুল আলোচিত বিষয়। কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনাকে বিয়ে করার বিষয়ে রণবীর কিছুটা ঝিমিয়ে গেছেন।
এর আগে রণবীর একটি গণমাধ্যমকে বলেছিলেন, ২০১৬ সালের শেষের দিকে তিনি ক্যাটরিনা বিয়ে করার পরিকল্পনা করছেন। কিন্তু এখন প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি এই বিষয়ে এখনো বড় কোনো মন্তব্য করার জন্য প্রস্তুত নন।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ের বিষয়ে একটি সূত্র বলিউড লাইফকে বলেছে, ‘শাদি কা লাড্ডুর’ বিষয়ে রণবীর এখনো খুব বেশি আগাননি।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীরের চরিত্রের কথা উল্লেখ করে ঐ সূত্রটি বলেছে, রণবীর স্বাধীনতা পছন্দ করেন। তিনি হয়তো এখনই কোনো বন্ধনে যেতে চাচ্ছেন না।
সূত্রটি আরো যোগ করেছে, প্রতিনিয়ত পরিস্থিতি বদলাচ্ছে। একদিন তারা বিয়ের পরিকল্পনা করছেন, অন্যদিন বন্ধুদের সাথে বাইরে যাচ্ছেন ও সম্পর্কহীন অবস্থায় থাকছেন। ক্যাটকে রণবীর যে খুব শিগগিরই বিয়ে করছেন এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।
সূত্রটি জানিয়েছে, রণবীরের মা নিতু কাপুর রণবীরকে বিয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া।