ক্যামেরার সামনেই শেষ বিদায়
খেলার মাঠে হাজার দর্শকের সামনে কথা বলতে বলতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন টেলিভিশন উপস্থাপক। তরুণ ওই উপস্থাপককে পড়ে যেতে দেখে আশেপাশের সবার মাঝে সাড়া পড়ে গেলেও তার দেহ অসাড় হয়ে গেছে। ছুটে আসা মেডিকেল টিমের চিকিৎসকরা জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওই উপস্থাপক। ২২ তারিখের এই তরুণ উপস্থাপকের অকাল বিদায়ের শেষ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়েছিলো।
ভিডিওটিতে দেখা যায়, মরক্কোর এল জাদিদা টেলিভিশনের হয়ে খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন সাদা শার্ট পড়া এক তরুণ। কয়েক মিনিট প্রান্তবন্ত উপস্থাপনার এক পর্যায়ে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন তিনি। অনলাইনে তরুণ উপস্থাপকের আকস্মিক বিদায়ের ওই ভিডিও যারা দেখেছেন মাঠের দর্শকদের মতোই বিমূঢ় হয়েছেন সাধারণ মানুষ, জানাচ্ছেন সমবেদনা।
বাংলাদেশেরপত্র/এডি/আর