ক্রিকেট প্রেমীদের জন্য একটি দেশের ভিসা যথেষ্ট‘
স্পোর্টস ডেস্ক:
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে। দুই অঞ্চলের দুই দেশে খেলা দেখার জন্য আলাদা ভিসার দরকার হবে না ক্রিকেট প্রেমীদের জন্য, এমনটাই জানিয়েছে আইসিসি। ২০১৫ সালের বিশ্বকাপ দেখতে তাই অনেকটাই ঝামেলা কমে গেল ক্রিকেট ভক্তদের। ইমিগ্রেশন ও সীমান্ত রক্ষার সিনেটরের বরাত দিয়ে বলা হয়, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট দেখতে আসা দর্শকদের ঝামেলা থেকে মুক্তি দিতে যে কোনো একটি দেশের (অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড) ভিসা সংগ্রহ করলেই চলবে। বিশ্বকাপ চলাকালে অস্ট্রেলিয়ার ভিসা দিয়েই নিউজিল্যান্ডে ভ্রমণ করা যাবে। দর্শকদের সুবিধা দিতে বুধবার বিশেষ ট্যান্স-তাসমান ভিসা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৫ সালের ১৪ ফেব্র“য়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত বিশ্বকাপ চলবে। আর নতুন এ চুক্তির কার্যকারিতা বহাল থাকবে আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। এ চুক্তির মাধ্যমে আরো জানানো হয়, যদি আগত কোনো ভিনদেশী স্বাস্থ্য, নিরাপত্তা অথবা অন্য কে‘ানো সুযোগ-সুবিধা চেয়ে থাকেন, তবে দুই দেশই তা পূরণে সজাগ থাকবে।