Connecting You with the Truth

ক্রিকেট বিশ্বকে ঝুলিয়ে রাখলেন অধিনায়ক: ধোনি

s-3
স্পোর্টস ডেস্ক:
ওভাল টেস্টে ভারতেকে ইনিংস ও ২৪৪ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরের মতো সাংবাদিকদের এড়িয়ে কথা বলে গেলেন। সেখানে তিনি তার অবসর চিন্তা ও অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট বিশ্বকে ঝুলিয়ে রাখলেন। ওভাল টেস্টে সময় মতো ওভার শেষ না করায় ভারতীয়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হয়। তিন ম্যাচে তাই তাদের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। যেখানে ধোনিকে করা হয়েছে অন্যান্যদের ডাবল। ম্যাচ ফি’র ৬০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে তার। এমনিতে সিরিজ হেরে যাচ্ছেতাই অবস্থা তার উপর ম্যাচ ফি’র অংশ কাটায় বিরক্ত ভারতীয় অধিনায়ক। তাই ম্যাচ শেষে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন, এমন পারফর্মেন্সের পরও কি অধিনায়কের দায়িত্বে থাকবেন? স্বভাবসুলভ ভঙ্গিতে এ পশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ধোনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জানিনা। অপেক্ষা করুন, খবর জানতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘আপনারা আমাকে এই একই প্রশ্ন ২০১১ সালেও করেছিলেন। আমিও একই কথা বলেছিলাম। আপনারা অপেক্ষা করেছেন, দেখেছেন। আপনারা অপেক্ষা করেন এবং দেখবেন, যদি আমার শক্তি থাকে। আপনারা এর উত্তর পেয়ে যাবেন।’

Comments
Loading...