Connecting You with the Truth

‘ক্লাসিকো’ হারেও প্রাপ্তি দেখছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, এল ক্লাসিকোতে দলের হার তাদেরকে আরও ভালো খেলতে সাহায্য করবে এবং উন্নতির জন্য সেই হারটি ইতিবাচক হিসেবে ভূমিকা পালন করবে। গত ২২ মার্চ মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে স্বাগতিক বার্সেলোনার কাছে ন্যু-ক্যাম্পে ২-১ ব্যবধানে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। তবে সেই পরাজয়ের পর থেকে দলে বড় একটা উন্নতি দেখতে পাচ্ছেন আনচেলত্তি। নতুন বছরটা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। দীর্ঘদিন লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লস ব্লাঙ্কুসরা ২০১৫ সালে বেশ কয়েকটি পরাজয় ও ড্রয়ের কারণে শীর্ষস্থান হারিয়ে এখন চূড়ায় থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে এসি মিলান ও পিএসজির সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, তার দলের খেলোয়াড়রা ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারটি সামনের দিনগুলোতে তাদের আরও ভালো করতে সাহায্য করবে।

Comments
Loading...