ক্লেপ্টোক্রেসি ও দুর্নীতি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপি কর্মশালা
ঢাকা প্রতিনিধি :
দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,শিক্ষাবিদ
সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র ও সাংবাদিক প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিতে
ট্রান্সন্যাশনাল রেসপন্সেস অ্যাগেনস্ট করাপশন অ্যান্ড ক্লেপ্টোক্রেসি (ট্র্যাক)
প্রকল্পের আওতায় সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহ ,গত ২১ ডিসেম্বর ২০২৪,শনিবার ঢাকা বিভাগে বাংলা একাডেমিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি আইআরআই (আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট)এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা
সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং ক্লেপ্টোক্রেসি বিষয়ক প্রেজেন্টশন করেন শেখ মোস্তাফিজুর রহমান,
পরিচালক-কর্মসূচী,রূপসা।
অনুষ্ঠানে সম্মানিত বক্তাদের মধ্যে ছিলেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদ, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি
ড. মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইব্রাহিম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মো. দৈনিক ইত্তেফাকের কলামিস্ট ও টিআইবি সদস্য মাজাদুল হক, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন, আবুল গণসংহতি আন্দোলনের নির্বাহী পরিচালক হাসান রুবেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিপি মোঃ খাদেমুল ইসলাম। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।
কর্মশালায় সকলে বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলে অঙ্গীকারনামার প্রতি সহমত পোষন করেন যা ক্লেপ্টোক্রেসি ও দুর্নীতি- এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। কর্মশালায় উপস্থিত সকলে দুর্নীতি প্রতিরোধে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সততার অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।