খনি দুর্নীতি মামলায় বেগম জিয়ার করা আবেদনের রায় আজ
দুদকের দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদনের ওপর রায় দেয়া হবে আজ।
বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবদুর রবের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত মঙ্গলবার হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চের কার্যতালিকার মাধ্যমে রায়ের এ দিন ধার্য করা হয়। এর আগে শুনানি শেষে গত ৩০ আগস্ট যে কোন দিন রায় ঘোষণা করা হবে বলে আদেশ দেন আদালত।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বেগম জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদকের সহকারি পরিচালক এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া।