খালেদার আপিল বিষয়ে আদেশ ১৪ সেপ্টেম্বর
স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতি মামলার অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আপিল বিষয়ে ১৪ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছে সংশ্লিষ্ট আপিল বিভাগ। উভয়পক্ষের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।