Connecting You with the Truth

খালেদা জিয়ার আগমনে সরিষাবাড়ীতে তৃণমূল বিএনপি’র আনন্দ মিছিল

সরিষাবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর জামালপুর আগমন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা তৃণমূল বিএনপি’র নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়। বেলজিয়াম বিএনপি’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা তৃণমূল বিএনপি’র সদস্য সচিব রুহুল আমীন সেলিম এর পক্ষে গতকাল সন্ধ্যায় তৃণমূল বিএনপি’র নেতাকর্মীরা আরামনগর বাজারে একটি স্বাগত মিছিল বের করে। মিছিল থেকে জামালপুর মহাসমাবেশে যোগদানের জন্য এবং সমাবেশকে সফল করার জন্য লিফলেট বিতরণ করা হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় রফিক প্লাজার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য শহিদ ভিপি, প্রভাষক শামীম হোসাইন সোহেল, ইঞ্জিনিয়ার মো. রাশেদুজ্জামান, খোকা, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম বাবু, খলিলুর রহমান, মনতাজ মিয়া, আলমগীর হোসেন প্রমুখ। সরিষাবাড়ী তৃণমূল বিএনপি’র অঙ্গনে গত কয়েকদিন যাবৎ বেগম জিয়ার আগমনী হাওয়ায় দলীয় নেতা কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন জনসভাকে সার্থক ও প্রাণবন্ত করার জন্য।

 

Comments
Loading...