গাজীপুর
খুঁটি ও গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করল প্রভাবশালীরা, ভোগান্তি ৪২ পরিবারের

Published
2 years agoon
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সরকারি সড়কে সিমেন্টের পিলার পুতে বেড়া দিয়ে গাছের চারা রোপন করে সাধরন মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একটি প্রভাবশালী মহল। সড়কের মাঝখানে গাছের চারা রোপন ও সিমেন্টর পিলার এবং বাড়ি নির্মাণের ঢালাই দিয়ে বেড়া দেওয়ায় গত ৫ দিন ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। যেকোনো মুহূর্তে এখানে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়ে হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফরিদপুর গ্রামের জঙ্গলপাড়া এলাকায়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার চেয়ারম্যানের মাধ্যমে সরকার বাড়ি বেপারী পাড়া মোড় হইতে ইট-সোলিং সড়ক নয়নপুর হালিম উদ্দিনের মোড় পর্যন্ত সড়ক ইট-সোলিং করা হয়। ওই সড়ক ইট-সোলিংকরণের ফলে রাস্তার উভয় পাশে বসবাসরত ৪২টি পরিবারের লোকজন চলাচলে সুফল ভোগ করে আসছে।
পারিবারিক বিরোধের জের ধরে ফরিদপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মুজিবুর রহমান সড়কের মাঝ বরাবর সিমেন্টের পিলার পুতে ও মৃত মাইনুদ্দিনের ছেলে মাসুদ রানা সড়কের উপরে সিমেন্টের ঢালাই করে দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সড়কে চারা গাছ লাগানোর ও সিমেন্টের পিলার পুতে দেওয়ার ফলে বাড়ি থেকে বের হতে পারছে না সড়কের উভয় পাশে বসবাসরত লোকজন। বাহির হওয়ার একমাত্র সড়ক হওয়ায় ওই ৩৫টি পরিবারের লোকজন এখন বন্দি দশায় রয়েছে।
বিষয়টি নিয়ে গ্রামের গণ্যমান্যরা চেষ্টা করেও নিষ্পত্তি করতে পারেনি। এতে চরম উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষের মধ্যে।
খাইরুল, খান কাশেম, আলম মাষ্টারসহ আরও স্থানীয় লোকজন জানান, বেপারি বাড়ি মোড় হইতে নয়নপুর পর্যন্ত এই সড়কটি হচ্ছে ১৮ ফুট। বর্তমানে ১০ পুট জায়গাও নেই সড়কে। মাসুদ আর মুজিবর রহমানের বিরোধের জের ধরে সড়কের মাঝ খানে পিলার ও গাছের চারা লাগিয়ে রেখেছে মুজিবুর। এবং মাসুদ অন্যায়ভাবে সরকারি সড়কে ইটের ঢালাই দিয়ে দখল করে রেখেছে। তারা নিজের সড়ক দাবি করে তাদের বাড়ির সামনে বেড়া দিয়ে এসব লোকজনদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্থ করছে। বিষয়টি নিয়ে তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ করে আপসে নিষ্পত্তির উদ্যোগ নিলেও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের হিংসা আর অসহযোগিতার কারণে তা হয়নি।
এ বিষয়ে ফরিদপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মুজিবুর রহমান বলেন, আমি আমার জায়গাতে গাছের চারা ও সিমেন্টের পিলার পুতে রেখেছি। মাসুদ সরকারি সরকের উপর বাড়ি নির্মাণ করে সড়ক দখল করে নিয়েছে।
মৃত মাইনুদ্দিনের ছেলে মাসুদ রানা বলেন, বাড়ি করার আগে সঠিক ভাবে মাপযোগ করে বাড়ি নির্মাণ করছি। সড়কের উপরে আমি বাড়ি নির্মাণ করি নাই এমন কি সড়কও দখল করিনাই। সরকারি সড়কের অনেক বাহিরে আমি বাড়ি করেছি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) তরিকুল ইসলাম জানান, এই রাস্তার বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে বিষয়টি দেখবো এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।
You may like
Highlights
কাপাসিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Published
4 weeks agoon
ফেব্রুয়ারি ২৪, ২০২৩
গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের মো. রাসেল (১৯) ও একই গ্ৰামের মো. শাকিল (১৮)। তারা মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিল।
জানা যায়, উপজেলার হাইজারগ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় বিপরীত থেকে আসা সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তারা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
গাজীপুর
শ্রীপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Published
2 months agoon
জানুয়ারি ১৪, ২০২৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সাথে অভিমান করে ফেসবুকে আগাম জানিয়ে আত্মহত্যা করেছে রনি(২২) নামের এক যুবক। রনি উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের শফিকুল ইসলাম ছেলে। সে উপজেলার জৈনা বাজার এলাকায় এএ স্পিনিং মিলে চাকুরি করতো।
নিহত রনির বাবা শফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমার ছেলে রাতে আমাদের সাথে খাবার খেয়ে ঘুমাতে যাই,সকালবেলা অফিসের জন্য ডাকতে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ ।
ফেসবুকের স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে তার পিতা বলেন, আমাদের এলাকায় একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সে আমাকে বলেছিল কিছুদিন আগে, আমি আমার আত্মীয়দের দিয়ে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলাম মেয়ের বাড়িতে কিন্তু তারা আমার ছেলের সাথে তারা বিয়ে দিবে না বলে ফিরিয়ে দেয়। আমি শুধু এটুকুই জানি, তবে এই মৃত্যুর বিষয়ে আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানা দীর্ঘদিন ধরে পাশের এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করার চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু মেয়েটি পরিবারের কারণে রাজি না হওয়ায় রানা অভিমান করে। গত ৬ জানুয়ারি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি বিচলিত হয়ে পড়েন।
সর্বশেষ শুক্রবার রাতে তিনি তার ফেসবুক টাইম লাইনে লিখেন, ‘আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না’। আমরা ধারণা করছি সেই হতাশা আত্মহত্যা করে সে।
এ ব্যাপারে চকপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মিন্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি যতটুকু জানতে পেরেছি প্রেমিকার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। জানা যায়, এ বিষয়ে নিহত পরিবারের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর
শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল মালেকের জন্মদিন আজ

Published
2 months agoon
জানুয়ারি ১৩, ২০২৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
দৈনিক যুগান্তর প্রতিনিধি ও স্বনামধন্য সাংবাদিক নেতা আব্দুল মালেক এর শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
সাংবাদিক আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ দৈনিক যুগান্তর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি শ্রীপুর সাংবাদিক সমিতি এবং গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাইতুর রহমান জামে মসজিদ, হাজ্বী হাছেন আলী কওমী মাদ্রাসার ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি, আমিনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওনা সিটি হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্হাপনা পরিচালক, শ্রীপুর প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারাণ সম্পাদক, গাজীপুর জেলা হাসপাতাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন তিনি। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা ভাবনা ভাবতে চান না এ সাংবাদিক নেতা। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত।
সাংবাদিক আব্দুল মালেক সব সময় সাহসিকতার সাথে সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে কাজ করে আসছেন। তার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার লোক তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানান।
শ্রীপুর সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ শাহাদত হোসাইন তার ফেসবুকে এ সাংবাদিক নেতার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তার সে শুভেচ্ছা বার্তাটি নিচে দেয়া হল, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন সাদা মনের ভদ্র মানুষ। গুণী এই সাংবাদিক পরোপকারী, আপসহীন বিপ্লবী নেতা । আজ তাঁর শুভ জন্মদিন। প্রিয় সাংবাদিক নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুভ কামনা রইলো প্রিয় সাংবাদিকের জন্য।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস