Connect with us

কুষ্টিয়া

খুলনার খালিশপুরে হেযবুত তওহীদের পথসভা অনুষ্ঠিত

Published

on

program picনিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার খালিশপুর থানার ৭ নং ওয়ার্ডের নতুন রাস্তার মোরে বাংলাদেশ মটর শ্রমিকলীগ অফিসের  সামনে কাশিপুর এলাকার সাত নং ওর্য়াডের শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহনেওয়াজ এর সৌজন্য গতকাল সোমবার হেযবুত তওহীদের উদ্দোগে এক পথসভা ও প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যাবতীয় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,ধমর্ব্যাবসা, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা তথা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হেযবুত তওহীদের মাননীয় এমামের বিভিন্ন অনুষ্ঠানের দেয়া ভাষন ও জঙ্গীবাদের উপর নির্মিত দইটি ভিডিওচিত্র প্রদর্শিত করা হয়। হেযবুত তওহীদের পক্ষে বক্তিতা রাখেন হেযবুত তওহীদের সদস্য মেজবাউল এসলাম। তিনি বলেন, ঐক্যই শান্তির প্রতিক, ঐক্য না থাকলে শান্তি আসবেনা যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ১৯৭১ সালে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে ঠিক তেমনী করে আমাদেরকে আর এক বার ঐক্যবদ্ধ হতে হবে ন্যায়ের পক্ষে শান্তির পক্ষে সকল প্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ,ধমর্ব্যাবসা, বিরুদ্ধে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হেযবুত তওহীদের খুলনার জেলার আমীর জামাল মোহাম্মাদ, এসময় তিনি জাতীকে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হবার জন্য আহব্বান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সদস্য মো. হাসানুল ইসলাম রনি, সামসুর রহমান, রাব্বি, মো:কবির হোসেন প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *