Connecting You with the Truth

খুলনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

খুলনা প্রতিনিধি:
খুলনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০১৫ উদযাপিত হয়েছে।
গত কাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ৬৬ জন রোগীর হাতে ৩৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ।
আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক বলেন, বর্তমান সরকার দেশের দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যে কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেন তিনি। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপংকর বিশ্বাস, দৈনিক ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌসী আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবদুল হামিদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে খুলনা সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

Comments
Loading...