Connecting You with the Truth

খুলনায় জামায়েতের সিনিয়ার সহকারি সেক্রেটারির ফাসিতে আনন্দ মিছিল

আলামিন, খুলনা প্রতিনিধি: 

আল বদর কমান্ডার ও জামায়াতের সিনিয়ার সহকারি সেক্রেটারি  কামরুজ্জামানের ফাসিতে মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করেন।  রোব বার দুপুর সাড়ে বারোটায় সদর ও সোনাডাঙ্গা থানার উদ্দোগে দলীয় কাযলয়ের সামনে থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিল টি নগরির বিভিন্ন সড়ক গুরে নগরির দলীয় প্রধান কাযলয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের সভাপাতিত্ব করেন সদর থানার আওয়ামী  লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম । মিছিলে ছিলেন সোনাডাঙ্গা থানার সভাপতি বুলু বিস্বাশ ও সদর থানার  সাধারন সম্পাদক ফকির
সাইফুল। মহানগর সদর থানার যুগ্ন আহবায়ক হাফেজ শাশীম ও ছাএ লীগ কমীরা। মিছিল শেষে কেন্দ্রীয় প্রধান কায লয়ের সামনে বক্তব্ব ও মিস্টি বিতরন করেন।

Comments
Loading...