খুলনায় দেশটাকে পরিস্কার করি দিবস পালন

 

clean Khulna
বিভিন্ন অনুষ্ঠানের জমকালো খুলনা

আমরা সবাই দেশটাকে পরিস্কার করার যুদ্ধে নামছি’ এই শ্লোগানে খুলনায় পালিত হল দেশটাকে পরিস্কার করি দিবস।

এই উপলক্ষে আজ সকাল ১১টায় পরিবর্তন চাই খুলনা এর আয়োজনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদীস পার্কে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে তিনি উপস্থিত সকলকে নিজে নগরীকে পরিস্কার রাখা ও অন্যকে পরিস্কার রাখতে উদ্বুদ্ধ করার জন্য শপথ বাক্য পাঠ করান। এসময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে শহর পরিস্কার রাখার জন্য স্মারকলিপিও প্রদান করা হয়। পরে তিনি শহর পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন। এরপর জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য ১০টি পৃথক দলে ৪০০ জন স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে রাস্তার দুপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন।

 

Comments (0)
Add Comment