খুলনা মহিলা কলেজে ভাষার মাসে হিন্দি গানের কনসার্ট
খুলনা প্রতিনিধি: খুলনা সরকারি মহিলা কলেজে চলছে ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী উদযাপন । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলছে বৈদেশিক সংস্কৃতির অবাধ চর্চা । চলছে শ্রীহীন হিন্দি গানের রেকর্ড গান ও কনসার্ট ।
একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে প্রতিবারের ন্যায় পাশেই গন গ্রন্থাগারে চলছে মাসব্যাপী বইমেলা । সাথে দেশীয় সাংস্কৃতির মনোজ্ঞ আয়োজন । মেলা প্রাঙ্গণের অনেকেই অভিযোগ করে বলেন, হিন্দি গানের বিকট শব্দে মেলার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি ভাষার মাসে এমন আয়োজন আমাদের অনুভূতিতে আঘাত হানছে ।
বাংলাদেশের পত্র.কম /এডি/এমএম