Connecting You with the Truth

খেলা শুরুর ৭ সেকেন্ডেই গোল!

fb

স্পোর্টস ডেস্ক: দর্শকরা নড়েচড়ে বসারও সুযোগ পেলেন না। রেফারির বাঁশি বাজানোর পর পরই গোল! তাও কোনও প্রদর্শর্নী কিংবা প্রীতি ম্যাচে নয়, বিশ্বকাপ বাছাই ম্যাচের ঘটনা এটি। জিব্রালটারের বিপক্ষে মাত্র ৭ সেকেন্ডেই লক্ষ্যভেদ করেছেন বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনটেকে। তাতে নতুন রেকর্ডও গড়েছেন এই স্ট্রাইকার, তিনি এখন বিশ্বকাপ বাছাইয়ের দ্রুততম গোলের মালিক।
ঘরের মাঠে জিব্রালটার কিক অফ করে বল দিয়েছিল ব্যাক পাস করে। মাঝ মাঠ থেকে পেছনে ঠেলে দিতে ভুল করলেন স্বাগতিকদের এক খেলোয়াড়, সেই ভুলটা কাজে লাগিয়ে দ্রুত গতিতে গিয়ে বল ধরলেন বেনটেকে। এর পর ক্ষীপ্রগতিতে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েন জিব্রালটারের বক্সে। বক্সের ভেতর তখন প্রতিপক্ষের পাঁচ খেলোয়াড়, বেনটেকে তাদের সবার সঙ্গে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন ম্যাচ ঘড়ির মাত্র ৭ সেকেন্ডে।
তাতে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফেলেন বেনটেকে। এতদিন স্যান ম্যারিনোর ডেভিড গুয়ালটেইয়েরির অধীনে ছিল রেকর্ডটি, ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ডের মালিক অবশ্য লুকাস পোডলস্কি। জার্মান ফরোয়ার্ড ২০১৩ সালে মাত্র ৬ সেকেন্ডে লক্ষ্যভেদ করেছিলেন ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে।

Comments
Loading...