Connecting You with the Truth

খেলোয়াড়দের নিরাপত্তা দিতে প্রস্তুত ডিএমপি

dmpঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে আসন্ন দু’টি ওয়ান ডে ও দু’টি টেস্ট সিরিজ চলাকালে খেলোয়াড়দের নজিরবিহীন নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

মঙ্গলবার বিকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ কথা জানায়।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ‘আসন্ন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে দু’টি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলা চলাকালে খেলোয়াড়দের নিরাপত্তা বিধানে সব ধরণের প্রস্তুতি নিয়েছে ডিএমপি। বিশেষ করে ম্যাচ চলাকালে খেলোয়াড়দের নজিরবিহীন নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ইংল্যান্ড টিম যে হোটেলে রয়েছে সেখানেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেলে যাওয়ার সময় খেলোয়াড়দের ভিভিআইপি রোড প্রটেকশন দেয়া হবে। সে সময় স্টেডিয়াম থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত সব দোকান বন্ধ থাকবে। পুরো মাঠে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। ভেতর থাকবে ভেন্যু অপারেশন সেন্টার।’

তিনি আরো বলেন, ‘খেলা চলাকালে কোনো রকমের দাহ্য পদার্থ, ব্যাগ ও ছুরি নিয়ে মাঠের ভেতর প্রবেশ করতে দেয়া হবে না।’

প্রসঙ্গত, আগামী ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments
Loading...