গণতান্ত্রিক পরিবেশ ফিরলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না
অনলাইন ডেস্ক: দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বিরোধী দলকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে না দিলে দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ সুযোগ পাবে এবং এদের উত্থান হবে।
রবিবার নয়াপল্টনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ড্যাব আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য করে মওদুদ বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। বিএনপির ওপর যতই অন্যায়-অত্যাচার, নির্যাতন, গুম-খুন, হামলা-মামলা করা হোক এই দলকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি ১৬ কোটি মানুষের পাশেই শুধু নয়, সঙ্গেও আছে।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।