Connecting You with the Truth

গাংনীতে ৩ হোটেল মালিককে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত কাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল হক স্থানীয় খাদ্য পরিদর্শক মশিউর রহমান ও পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল হক জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে উপজেলা শহরের হাসপাতাল এলাকার মিনা হোটেলের মালিককে সাতশ’ টাকা ও নিরালা ফয়সাল হোটেলের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসময় দাউদ হোটেলের মালিককে আড়াই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করায় তার কারাদণ্ড মওকুফ করা হয়।

Comments
Loading...