Connecting You with the Truth

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

images (3)গাইবান্ধা  প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে চাচা- ভাতিজা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন। নিহত ২ জন হলেন চাচা কোরাল (২৮) ও ভাতিজা রায়হান (২৫)।

বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া রেইনট্রিরতল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আট যাত্রী নিয়ে একটি ভটভটি পলাশবাড়ী থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিল। পথে রেইনট্রিরতল এলাকায় ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

এসময় আহত হন আরো ছয়জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন

 

Comments
Loading...