গাইবান্ধা
গাইবান্ধা সাদুল্ল্যাপুরে মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

গাইবান্ধা সাদুল্ল্যাপুর উপজেলার মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে হেযবুত তওহীদ আয়োজিত সেমিনারে মঞ্চে উপস্থিত অতিথি বৃন্দ ও উপস্থিত সকল মুক্তিযোদ্ধা
আল মামুন আজমী, সাদুল্ল্যাপুর প্রতিনিধি:
গাইবান্ধা সাদুল্ল্যাপুরে হেযবুত তওহীদের উদ্যেগে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সাংগাঠনিক কমান্ডার মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের চলমান অন্যায়-অশান্তি ও সন্ত্রাস জঙ্গীবাদ, ধর্মব্যবসা-ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের নি:স্বার্থ কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ডেপুটি কমান্ডার মো. সামছুল হুদা, উপজেলা জাসদের সভাপতি মো. আনছার আলী সরকার, মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মতিন মিয়া, উপজেলা ডেপুটি অর্থকমান্ডার মো. নুর উন নবী ও মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা। উপস্থিত সকল মুক্তিযোদ্ধা হেযবুত তওহীদের জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমকে আরো ব্যাপকভাবে করার জন্য সার্বিক সহযোগীতার আশ^াস দেন। মিডিয়ার পক্ষ থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের উপর বক্তব্য রাখেন উপজেলা ক্রাইম রিপোর্টার(বজ্রশক্তি) আল মামুন আজমী ও মিথুন কুমার ধর(জেটিভি প্রতিনিধি)। উক্ত সভায় হেযবুত তওহীদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আমীর মো. আরিফুল ইসলাম, মাসুদ রানা , শরিফুল ইসলামপ্রমুখ।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস