Connecting You with the Truth

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৩১, আহত ৮৬

গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়া অনেকের কাছে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। সোমবার (৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোববারের নিহতদের যুক্ত করে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৪১ জনে, এবং আহতের সংখ্যা পৌঁছেছে অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জনে।

ফিলিস্তিনি চিকিৎসকদের মতে, সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে অর্ধেকই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় হামাসের পুনঃসংগঠিত হওয়ার কথা বলে নির্বিচারে আক্রমণ চালাচ্ছে। বেইট লাহিয়া শহর ও জাবালিয়া এলাকা এখন ইসরায়েলি আক্রমণের কেন্দ্রবিন্দু।

রোববার রাতে পৃথক হামলায় বেইট লাহিয়া ও খান ইউনিসসহ গাজার বিভিন্ন অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খান ইউনিসে চার শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অবৈধ বসতিতে অতর্কিত হামলা চালায় এবং প্রায় ১,২০০ জনকে হত্যা করে। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে গাজায় সেদিন থেকেই নির্বিচারে আক্রমণ শুরু করে, যা এখনো চলছে।

ইসরায়েলের এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, পানি, ওষুধের সংকটে গাজা বর্তমানে চরম মানবিক বিপর্যয়ের মুখে।

ইসরায়েলের এই আক্রমণ আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ হিসেবে দায়ের করা হয়েছে।

Comments
Loading...