গাজায় ইসরায়েলের জঙ্গি বিমান হামলার পর অস্ত্রবিরতি চুক্তিতে রাজি হামাস
মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাস গাজায় দীর্ঘমেয়াদি একটি অস্ত্রবিরতি চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তারা।
গাজায় ৭ সপ্তাহ ধরে চলা লড়াই অবসানে এ অস্ত্রবিরতি চুক্তি শিগগিরিই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হামাসের আলোচক মুসা আবু মারজুক।
ফিলিস্তিনিরা বলেছে, ইসরায়েল গাজায় অবরোধ শিথিল করতে রাজি হয়েছে। যাতে করে ত্রান সরবরাহ এবং নির্মাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে পারে।
তবে ইসরায়েল সরকার এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
গাজায় দু’পক্ষের মধ্যে গোলা হামলা চলার মধ্যে অস্ত্রবিরতি চুক্তিতে দুপক্ষের রাজি হওয়ার এ খবর এল।
গাজায় মঙ্গলবার সকালের দিকে দুটো বহুতল ভবনে হামলা চালায় ইসরায়েলের জঙ্গি বিমান।
ফ্ল্যাট এবং অফিস সম্বলিত বাসা টাওয়ার ইসরায়েলের হামলায় ধুলোয় মিশে যায় এবং বাড়ি, দোকান, কার্যালয় থাকা ইটালিয়ান কমপ্লেক্স ইসরায়েলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলের পূর্ব সতর্কবাণীতে অধিবাসীরা ভবনটি থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কেই নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে ইটালিয়ান কমপ্লেক্সে হামলায় ২০ জন আহত হয়েছে এবং অন্তত ২ জন আহত হয়েছে।