Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়: ম্যাক্রোঁ

ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে এই জুন মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার টিভি চ্যানেল ‘ফ্রান্স ৫’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ম্যাক্রোঁ বলেন, গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়। আমাদের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা আগামী মাসগুলোতে তা করব। তবে পরবর্তীতে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার হলো ২ মার্চ থেকে ইসরায়েল কর্তৃক আরোপিত মানবিক অবরোধের অবসান ঘটানো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির জন্য কাজ করা।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ১৮ মার্চ শেষ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় প্রায় এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফ্রান্স বরাবরই বলে আসছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কার্যকর করা উচিত। ফ্রান্স মনে করে, এই স্বীকৃতি একটি বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ হবে। তবে ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে বোমা হামলার ফলে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে।

জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, গাজা কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেব, কারণ আমি বিশ্বাস করি এটি সঠিক সময়ে করা সঠিক কাজ হবে। এমন একটি যৌথ প্রচেষ্টায় অবদান রাখতে চাই যেখানে ফিলিস্তিনকে সমর্থনকারী সকলেই ইসরায়েলকেও স্বীকৃতি দেবে, যা বর্তমানে অনেকেই দেয় না।

সম্প্রতি এই পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথাও বলেছেন বলেও জানান ম্যাক্রোঁ।

Leave A Reply

Your email address will not be published.