গাজীপুরে যমুনার কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় যমুনা স্পিনিং মিলের কারখানায় আগুন লেগেছে। রবিবার ভোর সোয়া ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী জানিয়েছে, যমুনা গ্রুপের ডেনিম মারগাছা সেকশনের সুতার গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই তা যমুনার সুতার গোডউন, ফিনিশিং সেকশন ও যমুনার রিসাইকেলিং কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর ধামরাই, সাভার, কালিয়াকৈর, গাজীপুর এলাকা থেকে ১০টি ইউনিটি এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এখনও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’