Connecting You with the Truth

গাজীপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

file (4)গাজীপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকালে গাজীপুর মহানগরের বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেন।

আয়োজকরা জানান, করদাতাগণের আয়কর মেলায় ২০১৫-১৬ বর্ষের আয়কর রিটার্ন জমা, ই-টিন রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। কর দাতাগণ মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন। মেলায় মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধা করদাতাগণের জন্য পৃথক কাউন্টার রয়েছে। এ ছাড়া করদাতাগণকে আয়কর রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেক্স রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার শাহদাৎ হোসেন সিকদার ও উপ কর কমিশনার বদিরুজ্জামান।

এর আগে আয়কর মেলা উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে কর কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...