Highlights
গাবতলীতে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরোঃ
সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে সনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই শীর্ষক এক কর্মিসভা করেছে জেলা হেযবুত তওহীদ। আজ শনিবার সকাল সারে ১১টায় জেলার দুর্গাহাটা বাজারে স্হানীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বগুড়ার সকল স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সুধিজন উপস্হিত ছিলেন। এতে মূখ্য আলোচক হিসাবে উপস্হিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া জেলা হেযবুত তওহীদের সভাপতি যোবায়ের আহম্মেদ নুহুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালজার রহমান সাবু এর আমন্ত্রনে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার আলী, দৈনিক দেশেরপত্র পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান পি এম রতন, বগুড়া জেলা প্রতিনিধি ও সাপ্তাহীক ইন্তেজার জেলা ব্যুরো প্রধান মিজানুর রহমান হিরা, বাংলাদেশেরপত্র.কম এর জেলা প্রতিনিধি রুহুল আমিন শাহিন, দৈনিক বজ্রশক্তি ও বিডি লাইভ টিভি’র গাবতলী উপজেলা প্রতিনিধি ছামিউল ইসলাম শামিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ সোলায়মান আলী প্রাং প্রমূখ। সভায় মূখ্য আলোচক তার বক্তব্যে বলেন, আজ বিশ্বজুরে মুসলিম জাতির করুন অবস্থার পেছনের মুল কারণ হচ্ছে অনৈক্য। পৃথিবীর যে প্রান্তেই তাকাবেন শুধুমাত্র মুসলিম জাতিই উদ্বাস্তু জীবন যাপন। বিশ্ব মানবতা আজ হাহাকার করছে। নিরিহ মানুষের রক্তে পৃথীবির মাটি আজ ভেজা, বায়ু দূষিত করেছে, পানি দুষিত করেছে, প্রকৃতিকের উপর আঘাত এনেছে এই সভ্যতা। এমতাবস্থায় আমাদের আমাদের করণীয় কি ? যদি আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই ? আমাদের ভবির্শদ প্রজন্মকে নিরাপদ একটি দেশ উপহার দিতে চাই৷? তাহলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। সেই ইসপাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহবান করে যাচ্ছে- মানবতার কল্যানে নিবেদিত অরাজনৈতিক আন্দলন হেযবুত তওহীদ। প্রধান আলোচক আরো বলেন, আজ দুনিয়াময় এক আদর্শের সংকট চলছে। সেই আদর্শ হলো প্রকৃত এসলাম। কিন্তু বর্তমান ইসলামের নামে যে সমস্ত কর্মকান্ড চলছে, যা আল্লাহ ও তার রসূলের নামে চালানো হচ্ছে। এসব কর্মকান্ড আপনারা প্রকৃত এসলামের সঙ্গে মিল করুন ? আপনাদের চখের সামনে দিনের আলোর মতো পরিস্কার হয়ে যাবে যে এ ইসলাম আল্লাহ ও তার রসূলের প্রকৃত ইসলাম নয়। মোঃ রাশেদুল হাসান বলেন, যে এসলাম শত্রুকে ভাই বানিয়েছে, ভক্ষককে রক্ষক বানিয়াছে, অন্ধকারের যুগকে স্বর্ণ যুগ বানিয়াছে সেই এসলাম দির্ঘ ১৩ শত বছর আগেই হারিয়ে গেছ। এই প্রকৃত এসলামের রুপ মানব জাতীর সামনে তুলে ধরেছেন ঐতিহ্যবাহী পন্নী জমিদার পরিবারের সন্তান এমামুজ্জামান জনাব মোহাম্মাদ বায়াজিদ খান পন্নী। তিনি আরো বলেন, এমামুজ্জামান ১৯৯৫ সালে করটিয়া টাংগাইলের দাউদ মহলে হেযবুত তওহীদ প্রতিষ্টার মাধ্যমে চলমান সংকট মোকাবেলার আদর্শিক লড়াইয়ের আন্দলন গড়ে তোলেন। আমরা এমামুজ্জামানের আদর্শে উৎজিবিত হয়ে চলমান এই সংকট মোকাবিলায় সারা দেশ ব্যাপী আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছি এবং সবাইকে এই আদর্শিক লড়ায়ে অংশগ্রহণের আববান জানান মূখ্য আলোচক। দুপুরে মধ্যহৃ ভোজের মাধ্যমে সভার সমাপ্তী ঘটে।
Highlights
পাটগ্রামে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত
Highlights
How to Choose the Most Effective Essay Writing Service
Highlights
অধিকার আদায়ে শেরপুর প্রেসক্লাবে তালা দিয়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস