Connecting You with the Truth

গুগল গ্লাস বলে দিতে পারবে মনের অবস্থা

1.-Google-Glasses-Image-Courtesy-Best-Android-Lookout
রকমারী ডেস্ক:
জার্মানির একদল গবেষক গুগল গ্লাসের জন্য একটি অ্যাপ তৈরি করেছেন যা ব্যবহারকারীর মুখের অভিব্যক্তি থেকে তাঁর মানসিক অবস্থা নির্ধারণ করে দিতে পারবে। একই সাথে এটি বলে দিবে ব্যবহারকারীর বয়সও বলে দিতে পারবে এটি। ফ্রনহোফার ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড সার্কিটের একদল গবেষক ঝঐঙজঊ নামক একটি রিয়েল টাইম ফেস ডিটেকশন সফটওয়্যার উদ্ভাবন করেছেন। এই ধরণের কাজের জন্য এটিই গুগল গ্লাসের প্রথম অ্যাপ। গুগল গ্লাসে থাকা ক্যামেরার সাহায্যে মুখের বিভিন্ন অভিব্যক্তি লক্ষ্য করে অ্যাপটি। পরবর্তীতে সকল তথ্য বিশ্লেষণ করে মনের অবস্থা জানাতে সক্ষম এটি। একই সাথে এটি বয়স এবং লিঙ্গ নির্ধারণে নানা হিসাব নিকাশও করে ফেলে। তবে উদ্ভাবকেরা জানিয়েছেন, এটি কারও পরিচয় জানতে কিংবা জানাতে পারবেনা। সকল তথ্য তাৎক্ষণিকভাবে প্রসেস করা হয় আর এই কাজে সহযোগিতা করে গ্লাসে থাকা সিপিইউ। তবে এই কাজে যেসকল ছবি ক্যামেরার মাধ্যমে নেওয়া হয়, সেগুলো ডিভাইসেই থেকে যায়। তবে আরেকটি বিষয় হচ্ছে, যাদের বিভিন্ন মানসিক সমস্যা রয়েছে বলে চিহ্নিত করা হয়, তাদের জন্য সহযোগিতার সুবিধাও রয়েছে এই অ্যাপে।

Comments
Loading...