জাতীয়
গুপ্তহত্যা, ইজতেমার পর নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
অবরোধে সব কিছু স্বাভাবিকভাবে চলছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অস্বাভাবিক গুপ্তহত্যা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ব ইজতেমার পর কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। গত কাল সচিবালয়ে ডব্লিউটিও’র সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বাসায় যেতে পারেন। কিন্তু তিনি ওখানেই থাকবেন। অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের লক্ষ্য। এতে কোনো লাভ হবে না। বিশ্ব ইজতেমা শেষ হওয়ার পর গুপ্তহত্যা ও সন্ত্রাসী কার্যাকলাপ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অবরোধের মধ্যে কলকারখানা, লঞ্চ, ট্রেন সবকিছু স্বাভাবিকভাবে চলছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, অস্বাভাবিক হলো হঠাৎ করে গুপ্ত আঘাত করা, চলন্ত বাসে আগুন দেওয়া। এ সব কাজে বিএনপি বা জোটের কোনো নেতাকে দেখা যায় না। তারা অন্যকে দিয়ে এগুলো করাচ্ছেন। তারা আরাম আয়েশে আছেন। এটা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ধৈর্য ধরেন, এটা বন্ধ হবে। আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে।
কীভাবে গুপ্তহত্যা ঠেকানো যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “অপেক্ষা করেন। আমরা যখন কলকাতায় ছিলাম নকশালের বোমার আওয়াজে নয় মাস ঘুমাতে পারিনি। এখন বাটি চালান দিয়েও নকশাল আর খুঁজে পাবেন না। এই অবস্থা হবে বাংলাদেশে।” রাজনৈতিক সমঝোতার প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, “যারা পেট্রোল বোমা মেরে গাড়ি পুড়িয়ে দেয়, তাদের সঙ্গে কী রাজনৈতিক সমঝোতা করবেন! আমরা কী সেই রাজনৈতিক দল, সেই সরকার! তারা কী মনে করে!”
নির্বাচন স¤পর্কে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। হরতাল-অবরোধ বন্ধে এফবিসিসিআই আইনের আশ্রয় নিতেই পারে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, আমরা অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা করবো। অন্যরা একবার সভা করতে পারলে দেখবেন, আগুন কীভাবে জ্বালায়! জনসভার নামে তারা কী অরাজকতা সৃষ্টি করে! খালেদা জিয়ার স্বাধীন চলাচল প্রসঙ্গে তোফায়েল আহমেদ প্রশ্ন রাখেন, “তিনি কী স্বাধীনভাবে চলাচল করতে চান? উনি ওখানেই থাকবেন। উনি পুরানা পল্টনে খাট-পালঙ্ক এনেছিলেন। একজন জাতীয় নেত্রী সিনক্রিয়েট করবেন। অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন। সেজন্য আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে।”
অবরোধে গত রাত নয়টা থেকে ২৪ ঘণ্টায় পুলিশ-বিজিবির নিরাপত্তায় ৯,৯২৪টি গাড়ি চলেছে বলে জানান মন্ত্রী। ডব্লিউটিও’র সভা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক ডিউটি-ফ্রি ও কোটা ফ্রি করার জন্য আলোচনা হয়েছে।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস