Connecting You with the Truth

গুম-খুন করে আন্দোলন ঠেকানো যাবে না : আব্বাস

Mirza_Abbas

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার:

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপহরণ, গুম, খুন ও গুলি করে সরকার বিরোধী আন্দোলন ঠেকানো যাবে না। যে কোনো অবস্থায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা অহিংস আন্দোলন করবো। আমাদের আন্দোলনে কোনো বাঁধা দেবেন না। আমরা হরতাল দেবো। আর সেই হরতালও হবে শান্তিপূর্ণ ও অহিংস। তিনি বলেন, ১/১১ এর ভূত এখনো জনগণের মাথা থেকে নামেনি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সংগঠন নিয়ে কাজ করছি। যারা ১৮ বছর ধরে কমিটিতে প্রভুত্ব কায়েম করছেন, তাদের বলছি প্রভুত্ব ছাড়তে হবে। দলের জন্য কাজ করুন। দল আপনাকে অবশ্যই জায়গা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির অর্থ বিষয়ক স¤পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

Comments
Loading...