দেশজুড়ে

গুরুত্বপূর্ণ সড়ক আতুরার ডিপো এন কে ট্রেড ইন্টারন্যাশনাল অফিসের পাশে ময়লার স্তুপ

Published

on

বায়জিদ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কের উপর যত্রতত্র আবর্জনা ফেলে রাখার কারণে নগরীতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ময়লা আবর্জনার কারণে বিষাক্ত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। আবর্জনা পাশ কাটিয়ে কোন রকমে নাকে হাত দিয়ে পথ চলছে লোকজন। এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা আমির হোসেন জানান, অক্সিজেন থেকে মুরাদপুর পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। তবে সড়কটির সংস্কারের অভাবে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলে জমে ওঠে হাঁটু পর্যন্ত পানি। ফলে পাশেই অবস্থিত গার্মেন্টস ফ্যাক্টরি ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার লোকজনের ভোগান্তির সীমা থাকে না। তাছাড়াও সড়কের পাশে ময়লার স্তুপ রাস্তাটিকে এক পাশে ব্লক করে দিয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি আহম্মদ নবী লেদু বলেন, রাস্তাঘাট নিয়ে এমন অবস্থা চট্টগ্রামের আর কোন ওয়ার্ডে দেখা যায় না। একমাত্র ৩ নং ওয়ার্ডের রাস্তাঘাটের বিষয়ে সুচিন্তিত কোনও পদক্ষেপ এখন পর্যন্ত নেয়া হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ৩ নং ওয়ার্ডবাসী।
৩ নং ওয়ার্ড কমিশনার গুরুতর অসুস্থ থাকায় এ ব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version