Connect with us

আন্তর্জাতিক

‘গুয়ান্তানামোর আরো ৫ বন্দিকে হস্তান্তর করল আমেরিকা

Published

on

bab18195b2d25ed1828cc2a8f922ce9b_XLআন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকার গুয়ান্তানামো কারাগার থেকে পাঁচ ইয়েমেনি বন্দিকে ওমান ও এস্তোনিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে চার জনকে ওমানে এবং বাকি একজনকে এস্তোনিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে। গুয়ান্তানামো কারাগারে বিনা বিচারে তাদেরকে প্রায় ১৩ বছর ধরে আটক রাখা হয়েছিল। হস্তান্তরিত বন্দিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এদেরকে পাকিস্তান থেকে আটক করা হয় এবং পরে গুয়ান্তানামো কারাগারে পাঠানো হয়। এর আগে ২০০৯ সালে একবার মুক্তি দেয়ার কথা থাকলেও আমেরিকা তাদেরকে নিজ দেশ ইয়েমেনে ফেরত পাঠাতে আপত্তি জানায়। বর্তমানে আটক থাকা ১২২ বন্দির মধ্যে বেশিভাগই ইয়েমেনের নাগরিক। এর আগে গত ডিসেম্বরে আমেরিকার ওই কুখ্যাত গুয়ান্তানামো কারাগারের ৫ বন্দিকে কাজাখস্তানের কাছে হস্তান্তর করা হয়। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বারাক ওবামা গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তিনি তার প্রতিশ্র“তি পালন করেননি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *