Connecting You with the Truth

গেইলের তাণ্ডবে উইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক:s-10
পাওয়ার হিটিংয়ের অপর নাম ক্রিস গেইল। কেপটাউনের নিউল্যান্ডসে সেটা আরেকবার দেখলো দক্ষিণ আফ্রিকা। মূলত গেইলের ব্যাটিং তান্ডবেই প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে ফ্যাফ ডু প্লেসিসের দল। এদিন দক্ষিণ আফ্রিকার ১৬৫ রান ওয়েস্ট ইন্ডিজ অতিক্রম করে গেছে ১৯.২ ওভারে। নিউল্যান্ডসের অপেক্ষাকৃত বড় মাঠে রান তাড়া করতে নেমে গেইল সব বোলারকেই বেধড়ক পিটিয়েছেন। শুরুটা করেন রাবাডার এক ওভারে পরপর দুই বলে দুই ছক্কা মেরে। এরপর যে বোলারই এসেছেন তাকেই আছড়ে ফেলেছেন সীমানার ওপারে। ১৭ বলে ফিফটিতে (৫৩) পৌঁছানো গেইল শেষ পর্যন্ত আউট হয়েছেন ইমরান তাহিরের বল রিভার্স সুইপ করতে গিয়ে। তার আগে ৩১ বলে আট ছক্কা আর পাঁচ চারের সৌজন্যে তিনি খেলে দিয়ে যান ৭৭ রানের ইনিংস। ততক্ষণে ১০.৫ ওভারে দলের স্কোরও পৌঁছে গেছে ১১৪/২ রানে। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন মারলন স্যামুয়েলস (৩২ বলে ৪১) এবং ডুয়েন স্মিথ (২০ বলে ২০)। ইমরান তাহির ২৮ রানে ৩টি, ওয়াইনি পার্নেল ৩৯ রানে পেয়েছেন ২ উইকেট। এরআগে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ১৬৫ রানের ইনিংসে বড় ভূমিকা রিলে রুশোর (৪০ বলে ৫১)। এছাড়া অধিনায়ক ডু প্লেসিস ২০ বলে ৩৮, ডেভিড মিলার ২১ বলে ২৪ এবং বিহারদিয়েন করেন ১৮ রান। ৩৩ রানে ২টি উইকেট নিয়েছেন কোর্টরেল। ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন গেইল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে ১১ জানুয়ারি জোহানেসবার্গে।

Comments
Loading...