Connecting You with the Truth

গোপালগঞ্জে দুইগ্র“পের সংঘর্ষে ১৫ শ্রমিক আহত

clash picগোপালগঞ্জ প্রতিনিধি:
চাঁদা তোলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে জেলা মোটর শ্রমিকের দুই গ্র“পের দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর আড়াইটার দিকে শহরতলীর পুলিশ লাইনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে বিভিন্ন বাস থেকে চাঁদা উঠাচ্ছিল বাসু গ্র“পের লোকজন। খবর পেয়ে বুলবুল গ্র“পের লোকজন ঘটনাস্থলে এসে চাঁদা তুলতে বাধা দেন। এ সময় দুই গ্র“পের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্র“পের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে কমপক্ষে ৮ জন আহত হন। এর মধ্যে দুইজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে আবারো দুই গ্র“পের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইটের আঘাতে আরো ৭ জন আহত হন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই গ্র“পের নেতা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি সাইদুর রহমান বাসু ও একই সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসলামকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) অফিসে পাঠানো হয়েছে। এনিয়ে রোববার দুই গ্র“পের মধ্যে সমঝোতা বৈঠক হবে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments
Loading...