গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গোপালগঞ্জ:
গোপালগঞ্জের আড়পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্ত নামে শিশু শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার আড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অন্ত মালেঙ্গা কামাল সমাদ্দারের ছেলে। সে আড়পাড়ায় অবস্থিত হাজী ডা. সামছুল হক প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণির ছাত্র। তার স্কুলের সহকারী শিক্ষিকা সোনিয়া জানান, পৌনে ১১টার দিকে স্কুল ছুটি হয়, ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে দুর্ঘটনার খবর দিলে হাসপাতালে ছুটে যান। এদিকে ওই স্কুলের প্রিন্সিপাল আলহাজ্ব রুহুল আমিন অন্ত’র মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্ত স্কুল ছুটি শেষে বাড়ি যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় একটি চলন্ত মাহেন্দ্র গাড়ি তাকে ধাক্কা দিয়েছে বলে শুনেছি। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অন্তর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্যা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।