গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ২ পথচারী নিহত
গাইবান্ধা প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানি জানান, রাতে ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথে কোমরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ২ পথচারীকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থ্যলেই ওই দুই পথচারীর মৃত্যু হয়।
এছাড়া মাইক্রোবাসটি খাদে পরে আরও চার যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।