Connecting You with the Truth

গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ২ পথচারী নিহত

Gobindaganj - গোবিন্দগঞ্জগাইবান্ধা প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানি জানান, রাতে ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথে কোমরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ২ পথচারীকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থ্যলেই ওই দুই পথচারীর মৃত্যু হয়।
এছাড়া মাইক্রোবাসটি খাদে পরে আরও চার যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Comments
Loading...