গোলান মালভূমিতে সিরীয় বিদ্রোহীদের হাতে বন্দি ৭৫ জন ফিলিপিনো সেনা
গোলান মালভূমিতে সিরীয় বিদ্রোহীদের হাতে আটক ফিলিপিনো শান্তিরক্ষীরা হামলার শিকার হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ভোল্টেয়ার গাজমিন জাতিসংঘের হয়ে গোলান মালভূমিতে দায়িত্বরত তার দেশের সেনারা শনিবার ‘আক্রান্ত’ হয়েছেন বলে জানান। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।
সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীরা গোলান অঞ্চলে জাতিসংঘের দুটি চৌকিতে ৪৪ ফিজিয়ান শান্তিরক্ষীকে পণবন্দী করেছে এবং ৭৫ জন ফিলিপিনো সেনাকে ঘিরে রেখেছে বলে গণমাধ্যমে খবর আসে।
বিদ্রোহীরা ইসরায়েলের দখলকৃত গোলানের একটি সীমান্ত চৌকিরও দখল নিয়েছে বলে জানায় জাতিসংঘ।
ফিলিপিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৬৮ নম্বর ক্যাম্পে ফিলিপিনো সেনারা আক্রান্ত হয়েছেন। তবে ৬৯ নম্বর ক্যাম্পে থাকা অন্য সেনারা নিরাপদ আছেন।
গত সপ্তাহে ফিলিপিন সরকার জানিয়েছিল, নিরাপত্তা ঝুঁকির কারণে গোলান থেকে তাদের ৩৩১ সেনাকে আগামী অক্টোবরে ফেরত আনা হবে।
১৯৬৭ সালে ছয়দিন ব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধের সময় উত্তর-পশ্চিম সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল।
১৯৭৪ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তিতে বিরোধপূর্ণ ওই এলাকাকে বেসামরিক অঞ্চল ঘোষণা করে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। প্রায় সাড়ে ১২শ শান্তিরক্ষী হাল্কা অস্ত্রে সজ্জিত হয়ে গোলান মালিভূমিতে দায়িত্বপালন করছিলেন।