জাতীয়
গোয়েন্দা নজরদারিতে বিলাসবহুল গাড়ি
স্টাফ রিপোর্টার:
মাদক বহনে বিলাসবহুল গাড়ি ব্যবহৃত হচ্ছে দাবি করে এসব গাড়ি গোয়েন্দা নজরদারিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। গতকাল দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, সমাজের উচ্চবিত্তরা সাধারণত বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। সে কারণে পুলিশ এসব গাড়ি তল্লাশি করেন না। আর এই সুযোগে মাদক ব্যবসায়ীরা বিলাসবহুল গাড়ি ব্যবহার করে মাদক বহন করছেন। এরপর থেকে এ ধরনের বিলাসবহুল গাড়িগুলো নজরদারিতে নিয়ে আসতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিটে ম্যাসেজ দেয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সন্ধ্যায় রাজধানীর খিলাগাওঁ খিদমাহ হসপিটাল প্রাইভেট লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে ৫৫ হাজার ইয়াবা, ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও মাদক বহনকারী একটি বিলাসবহুল পাজেরো গাড়িসহ চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় মুরাদ নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ জুবায়ের (২৮), আইযুব আলী (৪৫), শামসুল আলম (২৪), মোস্তাকিন হোসন ওরফে সানি (৩২)। গতকাল সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ চক্রটি প্রতি মাসে টেকনাফ থেকে তিন থেকে চারটি ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসে। আর প্রতিটি চালানে প্রায় ৫০ হাজার করে ইয়াবা থাকে। জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, মাদক ব্যবসায়ীরা মায়ানমার থেকে ইয়াবা তৈরির একটি মেশিন নিয়ে এসেছে। কাঁচামাল সংগ্রহ করে ঢাকা বসেই ইয়াবা তৈরি করার চেষ্টা করে আসছিল তারা। তিনি জানান, চক্রের প্রধান আব্দুল্লাহ জুবায়ের বাড়ি কক্সবাজার সদরে। তিনি ভারতের দার্জিলিং থেকে এসএসসি পাশ করে ইয়াবা ব্যবসা শুরু করেন। এই ব্যবসা করে রাজধানীর নিকেতনে একই ভবনে দুটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এছাড়াও কক্সবাজারে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে খিলাগাওঁ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের ওই উপ-পুলিশ কমিশনার।
Highlights
ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
Highlights
‘দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উগ্রবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস