Connecting You with the Truth

গ্যাসের অবৈধ সংযোগ বৈধকরণ নয় -পেট্রোবাংলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:
গ্যাসের অবৈধ পাইপলাইন বৈধ করা হবে না। চাপ এলে তা মোকাবেলা করা হবে। গতকাল তিতাস গ্যাস ভবনে ‘অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর এ মন্তব্য করেন। ড. হোসেন মনসুর বলেন, সারা দেশে অব্যবস্থাপনার মাধ্যমে যেসব পাইপলাইন বসানো হয়েছে, তাতে নিুমানের পাইপ ব্যবহার করা হয়েছে। এ জন্য তিতাস দায়ী নয়। যারা লাইন নিয়েছেন তারাই দায়ী। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিতাসের অনেক লোক অগ্নিনির্বাপণ করতে গিয়ে জীবন দিচ্ছেন। কেন আপনাদের অবৈধ কর্মকাণ্ডের জন্য আমাদের ঝুকিঁ নিতে হবে। কিন্তু আমাদের সমাজে স্বীকৃতি দেওয়া হয়না। বলা হয় তিতাস চুরি করছে, লুটপাট করছে।’ পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, “আমি বলছি না দুর্নীতি নেই। তবে তিতাসের ওপর তীক্ষè নজর রাখা হয়। আমরা একাই কেন দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত হবো।” তিনি বলেন, আমাদের ভালো কাজগুলোকে প্রশংসা করুন। দোষের পাশাপাশি গুণগুলোও তুলে ধরুন। তাহলে আমাদের লোকজন ভালো কাজে উৎসাহী হবে। অন্যান্য কো¤পানিতে একই ধরণের প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো¤পানি লিমিটেড’র (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রকল্প পরিচালক মেজর একেএম শাকিল। জিটিডিসিএল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে আয়োজিত দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন তিতাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী।

Comments
Loading...