Connecting You with the Truth

ঘরের মাঠে স্ট্যামফোর্ডে চেলসির জয়

s-9
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে দিয়েগো কস্তার হ্যাটট্রিকে ঘরের মাঠ স্ট্যামফোর্ডে জয় পেয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক জাগানো সোয়েনসি সিটিকে ৪-২ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। তবে, ম্যাচের শুরুতেই জন টেরির ভুলে হোঁচট খায় চেলসি। ম্যাচের ১১ মিনিটে টেরির আÍঘাতী গোলে এগিয়ে যায় সোয়ানসি সিটি। বিরতির ঠিক আগে নিজের প্রথম গোল করে সমতায় ফেরায় চেলসির কস্তা। ম্যাচের ৪৫ মিনিটে গোলটি করেন তিনি। গোলটি করতে সহায়তা করেন সেস ফ্যাব্রিগাস। ফ্যাব্রিগাসের ভাসানো বলে হেড করে গোল করে সমতায় ফেরা চেলসি বিরতিতে যায়। এ গোলের মাধ্যমে ১৯২৮ সালে চেলসির সাবেক তারকা জন মেরেডিথের একটি রেকর্ড মুছে দেন কস্তা। চেলসির হয়ে প্রথম চার ম্যাচেই গোল করে কস্তা নাম লেখান নতুন রেকর্ডের। ম্যাচের ৫৬ মিনিটে আবারো কস্তার গোল। নিজের দ্বিতীয় গোল করতে এবারও তিনি সাহায্য নেন ফ্যাব্রিগাসের। আর হ্যাটট্রিক পূরণ করতে তিনি ম্যাচের ৬৭ মিনিট অপেক্ষা করেছিলেন। রামিরেসের অ্যাসিস্টে পূর্ণ তিন পয়েন্ট এনে দেওয়ার লক্ষ্যে কস্তা তৃতীয় গোল করেন। মরিনহো জয় সম্ভব জেনে কস্তাকে ম্যাচের ৭২ মিনিটে তুলে বদলি হিসেবে লুইক রেমিকে মাঠে পাঠান। আর রেমিও সে সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি। ইডেন হ্যাজার্ড আর অস্কারের পাস থেকে গোল করে দলকে ৪-১ এর লিড এনে দেন রেমি। তবে, ম্যাচের ৮৬ মিনিটে উইলফ্রেড বোনির অ্যাসিস্টে জ›েজা সেলভে গোল করে ব্যবধান কিছুটা কমালেও হার এড়াতে পারে নি সোয়ানসি সিটি।

 

Comments
Loading...