Connecting You with the Truth

ঘুড়ে দাঁড়িয়েছেন বুম বুম আফ্রিদি

s-13
স্পোর্টস ডেস্ক:
টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক মিসবাহর ব্যাটে রান নেই। দলের অবস্থাও শোচনীয়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতেও ২-১ এ পরাজিত হয় পাকিস্তান। সঙ্গত কারণেই পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা মিসবাহকে অধিনায়কের পদ থেকে সরিয়ে অন্য কাউকে এই পদে বসানোর দাবি জানান। অধিনায়ক হিসেবে সাবেকদের পছন্দ শহিদ খান
আফ্রিদিকে। তবে আফ্রিদি নিজেই দাঁড়িয়েছেন অধিনায়ক মিসবাহর পাশে। ব্যাট ধরেছেন পাক দলপতির হয়ে। করাচিতে জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, “মিসবাহ বেশ কয়েক বছর ধরে দলকে দারূণভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এই সময়টাতে সে নিজেকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছে। আমি মনে করি, আমাদের সবার উচিত তাকে সমর্থন জানানো, তার পাশে দাঁড়ানো। যদিও এখন তার দুঃসময় চলছে। পাকিস্তানের অধিনায়ক হিসেবে মিসবাহর অবদানের কথা উল্লেখ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক বুম বুম আফ্রিদি বলেন, “মাত্র একটি সিরিজে তার (মিসবাহর) ব্যাটিং ও অধিনায়কত্ব খারাপ হয়েছে বলে তার সমালোচনা করাটা উচিত নয়। দলের খেলোয়াড়দের ওপর তার ইতিবাচক প্রভাব রয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে আমাদের উচিত তার পাশে দাঁড়ানো, তাকে সমর্থন জানানো।” ২০১০ সাল থেকে মিসবাহ টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে আসছেন। আর ২০১১ সালে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে আফ্রিদি সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হন মিসবাহ। দলের দুঃসময়ে জুনিয়র খেলোয়াড়দেরও দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়ে পাকিস্তানের এই তারকা বলেন, “দলের জুনিয়র খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে খেলতে হবে। নিজেদের প্রমাণের এটাই সুযোগ তাদের জন্য।

Comments
Loading...