Connecting You with the Truth

চটেছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:s-6

সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে ম্যাচে রোহিত-ওয়ার্নার বাকযুদ্ধ এখন ক্রিকেটের ‘হট টি’। মাঠে কথা কাটাকাটি এরপর ওয়ার্নারের ম্যাচ ফি থেকে ৫০% কেটে নেওয়া। এবার ওই ঘটনাতে ম্যাচ ফি কেটে নেওয়ায় ক্ষোভ জানালেন ওয়ার্নার নিজেই। এ ব্যাপারে ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘ওই সময়ে রোহিত আমাকে হিন্দিতে কিছু বলছিল। কিন্তু আমি হিন্দি বুঝিনা। তাই তাকে ইংরেজিতে কথা বলতে বলেছি। তারপরেও সে হিন্দিতেই কথা বলছিল। আমি তাকে বারবার বলেছি। গোটা ঘটনাতে আমাকে ভুল বোঝা হয়েছে।’ ম্যাচ ফি কাটার ব্যাপারে অজি ওপেনার বলেন, ‘এ নিয়ে আমি একেবারেই ভাবছিনা। আমরা এরকম আগ্রাসী ক্রিকেটই খেলবো। তাতে যা হয় হোক। আমরা কখনও ভদ্রতার সীমা লঙ্ঘন করিনা।’ প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ভারতের ২৩ ওভার চলাকালীন সময়ে রোহিত জেমস ফকনারের বলে রান নেওয়ার চেস্টা করেন। এসময় রোহিতের ব্যাটে লেগে বলটি ওয়ার্নারে হাতে পড়লে স্ট্রাইকে থাকা রোহিতের দিকে ষ্ট্যাম্প লক্ষ্য করে ছোঁড়েন। কিন্তু বল গিয়ে লাগে রোহিতের পায়ে এতে করে বল উইকেটরক্ষক ব্র্যাড হাডিনের হাতে না গেলে একটি রান পায় ভারত। এতে করে কথা দিয়েই রোহিতের উপর চড়াও হন ওয়ার্নার। কথা কাটাকাটির এক পর‌্যায়ে রোহিতকে ইংরেজিতে কথা বলতে বলেন ওয়ার্নার এবং এ নিয়ে বিদ্রুপ করেন। পরে আম্পায়াররা এসে তাদের দুজনকে আলাদা করে দেন।

Comments
Loading...