দেশজুড়ে
চট্টগ্রামে দুর্ধর্ষ চুরির ৩ দিনের মধ্যে মালামাল উদ্ধার, গ্রেফতার ৩
চট্টগ্রাম প্রতিনিধি:
বন্দর নগরী চট্টগ্রামের চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকার জাবেদ খানের বাসায় এক দুঃসাহসী চুরি সংঘটিত হয়। চোরেরা এ সময় ৬৮ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট, নগদ ৫৫,০০০ টাকা, ১টি ল্যাপটপ, ২টি ইন্টারনেট মডেম ও ১টি হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করার ৩ দিনের মধ্যেই নগদ টাকা ব্যতীত সম্পূর্ণ মালামাল উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত রুমা আক্তার (১৮), হুমায়ন কবির (২৪), আবু তাহের (৬০) কে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রুমা আক্তার বাদীর বাসায় ৩/৪ বছর যাবৎ কাজের মেয়ে হিসাবে নিয়োজিত ছিল। অপর আসামী হুমায়ন কবির একই বাসায় ৫/৬ বছর যাবৎ গাড়ী চালক হিসাবে নিয়োজিত ছিল। একই স্থানে কাজে নিয়োজিত থাকার সুবাধে রুমা আক্তার ও হুমায়ন কবিরের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং উভয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বাদী ও তার পরিবারের লোকজনের চোখে ধরা পড়লে ড্রাইভার হুমায়ন কবিরকে চাকুরিচ্যুত করা হয়। এই কারণে রুমা এবং হুমায়ুনের মধ্যে বাদীর পরিবারের লোকজনের প্রতি একটি ক্ষোভের সৃষ্টি হয়। এমতবস্থায় রুমা আক্তার ও হুমায়ন বিয়ে করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। গত ২৪ আগস্ট সন্ধ্যার সময় জাবেদ খান ও তার পরিবারের লোকজন একটি দাওয়াতে অংশগ্রহণ করতে বাইরে যায়। সংবাদটি তাৎক্ষণিকভাবে রুমা আক্তার হুমায়নকে জানায়। হুমায়ন তার কয়েকজন সহযোগী নিয়ে সন্ধ্যা হতেই জাবেদ খানের বাসার আশেপাশে অবস্থান করে। রাত আনুমানিক ৯টার সময় রুমা আক্তারের সহযোগিতায় হুমায়ন ও তার কয়েকজন সহযোগী উক্ত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা অপর কাজের মেয়ে সাহেদাকে মারধর করে বাথরুমে আটকিয়ে রাখে তারা। রুমার সহযোগিতায় ঘরের বিভিন্ন শো-কেইস ও স্টিল এর আলমারীর তালা খুলে তারা উপরোক্ত জিনিসপত্রাদি চুরি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সরে পড়ে। মামলা রুজুর পর প্রথমে রুমা আক্তারকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপর আসামীদের আটক করা হয়। অতঃপর ২ দিনের পুলিশ রিমান্ড শেষে গত ২৭ আগস্ট হুমায়নের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এতে আসামী হুমায়নের বসত ঘরে মাটির নীচ হতে চোরাই ৬১ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ২টি ইন্টারনেট মডেম ও ১টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস