চট্টগ্রামে স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে স্কুল ছাত্র হিমেল দাশ সুপেন (১৬) হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে রায়ে প্রত্যেককে যাবজ্জীবন ও অর্থ দন্ডের আদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান চৌধুরী, মাহমুদুল ইসলাম, মো. সেলিম, নজরুল ইসলাম, সুনীল দাশ ও মো. হোসেন। বুধবার চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চারদিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামের সঙ্গে বান্দরবানে বেড়াতে গিয়ে অপহৃত হন হিমেল। ১৩ মে হিমেলের মা পাপিয়া সেন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে এটি মামলায় রূপান্তর হয়। ১৪ মে বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড় থেকে নগরীর ডবলমুরিং থানা পুলিশ হিমেলের লাশ উদ্ধার করে। দ-প্রাপ্তদের মধ্যে মাহমুদুল ইসলাম, নজরুল ইসলাম সুনীল দাশ ও মিজানুর রহমান কারাগারে আছেন। বাকি দুইজন পলাতক ।