চট্টগ্রামে ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো:
গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম আকবরশাহ্ থানাধীন পূর্ব পিরোজশাহ্ মিনার চত্বর এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর জাল টাকা ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে আসলে আসামী মো. ইকবাল (৩০), পিতা-মো. রফিক, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. বদরুজ্জামান এর নেতৃত্বে এসআই আনিছুল হক, এএসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে ওঁৎ পেতে থেকে আসামীকে গ্রেফতার করে তার নিকট হতে ২০টি ১,০০০/-টাকা মূল্যমানের ২০,০০০/- টাকার জাল নোট উদ্ধার করেন।
আসামীর বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা রুজু করা হয়েছে।