
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ, চট্টগ্রাম পলী বিদ্যুৎ সমিতি-১ এর জি.এম মো. শাহজাহান তালুকদার, পলী বিদ্যুৎ সমিতি-২ এর জি.এম মো. আবু বক্কর সিদ্দিকী, পলী বিদ্যুৎ সমিতি-৩ এর জি.এম একেএম শামসুদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা (রাউজান), জিয়া আহমেদ সুমন (মিরসরাই), মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন (হাটহাজারী), মোহাম্মদ সাইফুল ইসলাম (আনোয়ারা), মুহাম্মদ নজরুল ইসলাম (ফটিকছড়ি), পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসাইন, ক্যাপ সভাপতি এসএম নাজের হোসাইন প্রমুখ। সভায় বিদ্যুতের চুরি ও অপচয়রোধে সকলকে সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বিদ্যুৎ চুরির সাথে কেউ জড়িত থাকলে তা মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।