চট্টগ্রাম নৌঘাঁটিতে যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস উমর ফারুকে অগ্নিকাণ্ড ঘটেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে গতকাল দুপুরে নৌবাহিনীর ওই ফ্রিগেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সর্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। নৌবাহিনীর বিশেষ শাখার সদস্যদের সহযোগিতায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত হননি। যুদ্ধ জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। ব্রিটিশ নৌবাহিনীর এই যুদ্ধজাহাজটি ১৯৭৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। জাহাজটি নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, অনুসন্ধান ও টহলের কাজে ব্যবহৃত হচ্ছিল।