Connecting You with the Truth

চট্টগ্রাম প্রেসক্লাবে ‘‘উগ্র মৌলবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া চাই’’ সেমিনার অনুষ্ঠিত

SAMSUNG

রাজু আহম্মেদ, চট্রগ্রাম : চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস্ ফোরাম (বি.বি.পি.পি.এফ) এর উদ্যোগে আজ সকাল ১১ টায়  ‘‘উগ্র মৌলবাদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত দক্ষিণ এশিয়া চাই’’- সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন,  শ্রী দেবব্রত বিশ্বাস (সাবেক সদস্য ভারতীয় লোকসভা), প্রেসিডেন্ট বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস্ ফোরাম, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ফরোয়াড ব্লক, জনাব মঈনউদ্দিন খান বাদল এমপি. জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, কার্যকারী সভাপতি- জাসদ, সৈয়দ মার্গুব মুর্শেদ-প্রেসিডেন্ট বাংলাদেশ ভারত পাকিস্তান পিপল্স ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার), জনাব ভানু রঞ্জন-জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ভারত পাকিস্তান পিপল্স ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার), জনাব সৈয়দুল আলম- সদস্য উপদেষ্টা মন্ডলী বাংলাদেশ ভারত পাকিস্তান পিপল্স ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার), জনাব সিরাজুল ইসলাম রনি- জয়েন্ট জেনারেল সেকোঁরি, বাংলাদেশ ভারত পাকিস্তান পিপল্স ফোরাম। সেমিনারে শ্রী দেবব্রত বিশ্বাস বলেন- ‘‘জঙ্গিবাদ, উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা দূর করতে হলে দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে আমাদের সংস্কৃতি ও মানসিকতা পরিবর্তন করতে হবে। বাংলাদেশ-ভারত বর্ডারে যে সব বাসিন্দারা বসবাস করে তারা যেন সুষ্ঠভাবে জীবন পরিচালনা করে সেজন্য আমাদের সচেষ্ট হতে হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...