চট্টগ্রাম প্রেসক্লাব এর অন্তবর্তী কালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত
এম.আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম)
স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র জনতার বৃহত্তর এক সমাবেশ ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার সারাদিন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও আওয়ামী জালেম সরকার সমর্থিত ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯(নয়) সদস্য বিশিষ্ট অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয় জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে। কমিটি ঘোষণা করেন-চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।
গঠিত অন্তবর্তী কালীন কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন-আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, সদস্য সচিব -গোলাম মাওলা মুরাদ, সদস্য সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা, শিব্বির আহমদ ওসমান।